ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

প্লেনে চড়ে খতনা অনুষ্ঠানে হিরো আলম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, জুন ৪, ২০২১
প্লেনে চড়ে খতনা অনুষ্ঠানে হিরো আলম

হিরো আলম মানে ব্যতিক্রম সব ঘটনার জন্ম দেওয়ার নায়ক। সমালোচনা কিংবা বাঁকা কথার ধার ধারেন না।

চলেন আপন গতি আর ঢংয়ে।  

সেই হিরো আলমকে শুক্রবার সৈয়দপুর বিমানবন্দরে প্লেন থেকে নামতে দেখা গেল। এসময় বেসরকারি বিমান সংস্থার কর্মকর্তা থেকে কর্মীরা হিরো আলমকে ঘিরে দাঁড়ান এবং সেলফি তুলতে থাকেন।  

কিন্তু হিরো আলম সৈয়দপুর গেলেন কেন? তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, রংপুরে একটি খতনার অনুষ্ঠানে তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে।  

রংপুরের তানভির নামের জনৈক ব্যবসায়ীর ছেলের খতনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তাকে ঢাকা-সৈয়দপুর প্লেনের ফিরতি টিকিটও দেওয়া হয়েছে।  

আশরাফুল আলম ওরফে হিরো আলমের বাড়ি বগুড়ায়। আপন ভঙ্গিতে কথা বলা ও কেয়াল খুশিমতো কাজ করার কারণে তিনি পরিচিতি পেয়েছেন। এই পরিচিতির ক্ষেত্র ছড়িয়ে গেছে ওপার বাংলাতেও।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০৪, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।