ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

তৌহিদ আফ্রিদীর চাঁদ রাতের নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, মে ১৩, ২০২১
তৌহিদ আফ্রিদীর চাঁদ রাতের নাটক

জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদী চাঁদ রাতে টিভি পর্দায় নাটক নিয়ে হাজির হচ্ছেন। তার অভিনীত ‘লাভ অ্যান্ড ডেয়ার’ নাটকটি রাত ৮ টায় দেখতে পাবেন দর্শক।


 
আব্দুল্লাহ আল মিরাজের পরিচালনায় তৌহিদ আফ্রিদী ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন স্বর্ণলতা, নৌশিন ইসলাম দিশা, সোলায়মান হাওলাদার, নিরব মেহরাজ, তানভীর রাহী প্রমুখ।
 
নাটকটির গল্প নিয়ে নির্মাতা জানান, নেট দুনিয়ার সমসাময়িক বিষয় ঘিরেই নাটকটির কাহিনি। সোশ্যাল মিডিয়ায় আসক্ত বেশিরভাগ টিনএজারদের কোনো ভবিষ্যৎ নেই, কোনো স্বপ্ন নেই। সারাক্ষণ ভাইরাল হওয়ার ধান্ধা। হিপহপ টাইপের দুই টিনএজারের প্রেমের গল্পই নাটকের মূল উপজীব্য। তারা প্রেম করে ঠিক, কিন্তু পালিয়ে বিয়ে করার পক্ষপাতী নন। এতে মা-বাবা মনে যে আঘাত পাবে তাতে করে তারা জীবনে সুখী হতে পারবে না; এই উপলব্ধিই ইতিবাচক হয়ে ফুটে উঠেছে নাটকে।  

সোশ্যাল মিডিয়ায় আসক্ত ছেলে-মেয়েদের জন্য নাটকটি টনিক হিসেবে কাজ করবে বলেও জানান নাটকের পরিচালক আব্দুল্লাহ আল মিরাজ।     

চাঁদ রাতে বৈশাখী টিভিতে ‘লাভ অ্যান্ড ডেয়ার’ নাটকটি দেখা যাবে।

বাংলাদেশ ঘণ্টা: ১০১৩ ঘণ্টা, মে ১৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।