ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

নতুন সিনেমায় স্বরূপে ফিরলেন অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, এপ্রিল ৯, ২০২১
নতুন সিনেমায় স্বরূপে ফিরলেন অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলির নতুন সিনেমা ‘দোজ হু উইশ মি ডেড’র ট্রেলারে আবারও পুরনো মারকুটে রূপে ফিরেছেন অভিনেত্রী। ২০১৪ সালের ‘মেলফিসেন্ট’-এর পাঁচ বছর পর সিনেমাটির সিকুয়েল ‘মেলফিসেন্ট: মিসট্রেস অব এভিল’-এ দেখা গিয়েছিল তাকে।

 

‘দোজ হু উইশ মি ডেড’ সিনেমায় একটি শিশুকে বাঁচানোর ভয়ংকর মিশনে ঝাপিয়ে পড়েন জোলি। খুনিরা ইতোপূর্বে শিশুটির বাবাকে মেরে ফেলেছে, আর তাকেও মারার জন্য বারবার তাড়া করছে। এমন পরিস্থিতিতে তাকে বাঁচাতে তৎপর হন তিনি।  

জোলির চরিত্র হান্নাহ একজন অগ্নিনির্বাপক কর্মী। মূলত দাবানল থামাতেই ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন তিনি। এমন সময়ে একটি শিশুকে দুই খুনির হাত থেকে বাঁচানোর অতিরিক্ত দায়িত্ব বোধ করেন তিনি।  

সিনেমাটির ট্রেলারে পুরনো স্বাদে আবার পাওয়া গেছে অ্যাঞ্জেলিনা জোলিকে।  

দেখুন ‘দোজ হু উইশ মি ডেড’ ট্রেলার: 

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।