ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

করোনাক্রান্ত কবরী হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, এপ্রিল ৭, ২০২১
করোনাক্রান্ত কবরী হাসপাতালে ভর্তি কবরী সারোয়ার

বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ কবরী সারোয়ার করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সোমবার (৫ এপ্রিল) তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বাংলানিউজকে বলেন, গত সোমবার ম্যাডামের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওনাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।  

তিনি আরও জানান, কবরীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। কিন্তু তাকে সাধারণ বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্প্রতি সারাদেশে করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ার পর একে একে বিনোদন জগতের অনেক তারকাও করোনা সংক্রমিত হয়েছেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত, নির্মাতা গাজী রাকায়েত ও চয়নিকা চৌধুরী, অভিনেত্রী আফসানা মিমিসহ আরও অনেকে।

আরও পড়ুন: হাসপাতালে অভিনেতা গাজী রাকায়েত

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২১
জেআইএম/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।