ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

তৃণমূলের হয়ে প্রচারে আসছেন অমিতাভপত্নী জয়া বচ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, এপ্রিল ৪, ২০২১
তৃণমূলের হয়ে প্রচারে আসছেন অমিতাভপত্নী জয়া বচ্চন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন

পশ্চিমবঙ্গে নির্বাচনী যুদ্ধের ডামাডোলে ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী বিজেপি শিবিরে যোগ দেওয়ায় বেশ আলোতে এসেছে বিজেপির প্রচারণা। এবার পাল্টা উদ্যোগ নিলেন বঙ্গের ক্ষমতাসীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

অভিনেতা মিঠুন চক্রবর্তীর পাল্টা ভোট ময়দানে এবার আসছেন জয়া বচ্চন। জানা গেছে, তৃণমূলের হয়ে প্রচার করবেন 'বাংলার মেয়ে' তথা সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চন। পশ্চিমবাংলার রাজ্য শাসকদল জানিয়েছে, শিগগিরই তৃণমূলের ভোট প্রচারে আসতে চলেছেন অমিতাভপত্নী জয়া বচ্চন। ভারতীয় গণমাধ্যম বলছে, ৫ এপ্রিল থেকে চারদিন তৃণমূলের হয়ে মমতা ব্যানার্জির পক্ষে রাজ্যে প্রচার চালাবেন তারা।

বঙ্গ বিধানসভা নির্বাচনের সন্ধিক্ষণে বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তার এই পদক্ষেপে রীতিমতো আলোড়ন তৈরি হয় পশ্চিমবঙ্গ রাজ্য রাজনৈতিক মহলে। বর্তমানে রাজ্য জুড়ে বিজেপির হয়ে প্রচার চালাচ্ছেন 'মহাগুরু' মিঠুন।  

পর্দার 'এমএলএ ফাটাকেষ্ট'-র সমর্থন পাওয়ার পর গেরুয়া শিবির অনেকটাই শক্তিশালী হয়েছে, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই পরিস্থিতিতে বাংলার কন্যা তথা অমিতাভ-গৃহিণী জয়াকে প্রচার ময়দানে নামিয়ে পাল্টা জবাব দিতে মরিয়া তৃণমূল।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।