ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

মৌলিক গান নিয়ে এলেন অভিনেতা আনন্দ খালেদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, মার্চ ৩১, ২০২১
মৌলিক গান নিয়ে এলেন অভিনেতা আনন্দ খালেদ আনন্দ খালেদ

নানা চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন অভিনেতা আনন্দ খালেদ। অভিনয়ের বাইরেও গান গাইতে ভালোবাসেন তিনি।

জনপ্রিয় বেশকিছু গান নিজে গেয়ে ফেসবুকে প্রকাশ করে দারুণ প্রশংসাও পেয়েছেন এই তারকা।  

তবে এবারই প্রথম মৌলিক গান নিয়ে হাজির হলেন আনন্দ খালেদ। সবাইকে অবাক করে দিয়ে নিজের প্রথম মৌলিক গানের ভিডিও প্রকাশ করেছেন তিনি।  

‘স্বপ্নে কেন আসো না?’ শিরোনামের গানটির কথা নিজেই লিখেছেন ও সুর করেছেন এই অভিনেতা। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

সম্প্রতি কক্সবাজারের মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন তন্ময় শরীফ। ভিডিওটি ইউটিউবে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক।  

নিজের প্রথম মৌলিক গান প্রসঙ্গে আনন্দ খালেদ বলেন, অভিনয় দিয়ে মানুষজন আমাকে চিনলেও গানের পোকা আমার মাথায় সব সময়ই ছিল। কাছের মানুষদের উৎসাহে গেয়ে ফেলা, ভালো সাড়াও পাচ্ছি। ’ 

গান প্রকাশ করলেও অভিনয়টা বেশ ভালোই চালিয়ে যাচ্ছেন আনন্দ খালেদ। একাধারে কাজ করছেন নাটক ও সিনেমায়। শিহাব শাহীনের ‘যদি কিন্তু তবুও’র পর অনন্য মামুনের পরিচালনায় তিনি কাজ শুরু করতে যাচ্ছেন ‘অমানুষ’ চলচ্চিত্রে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।