ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

অভিনেতা ফারুকের রক্তে ইনফেকশন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, মার্চ ১৪, ২০২১
অভিনেতা ফারুকের রক্তে ইনফেকশন অভিনেতা ও রাজনীতিক আকবর হোসেন পাঠান ফারুক

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের রক্তে ইনফেকশন ধরা পড়েছে। তার স্ত্রী ফারহানা পাঠান আজ রোববার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার ফারুকের রক্তে একটা ইনফেকশন ধরা পড়েছে। সেটার কালচার রিপোর্ট না আসা পর্যন্ত ডাক্তাররা কিছু বলতে পারবে না। রক্তে সংক্রমণের কারণে ফারুকের শরীরটা একটু খারাপ করেছিল। এখন তিনি ভালো আছে।

ফারহানা পাঠান আরও বলেন, চিকিৎসকেরা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন তাকে। এরপরই জানা যাবে তার সর্বশেষ শারীরিক অবস্থা। সিটি স্ক্যান করেই আমাদের ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু চেকআপের মধ্যেই ফারুকের রক্তে সংক্রমণ ধরা পড়ে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।