ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

বিনোদন

স্বল্পদৈর্ঘ্যে জুটি বাঁধছেন ইয়াশ রোহান ও দীঘি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, ফেব্রুয়ারি ২৮, ২০২১
স্বল্পদৈর্ঘ্যে জুটি বাঁধছেন ইয়াশ রোহান ও দীঘি ইয়াশ রোহান ও দীঘি। ছবি: সংগৃহীত

প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ইয়াশ রোহান ও দীঘি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘শেষ চিঠি’।

 

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ফিল্মটিতে চুক্তি স্বাক্ষর করেছেন তারা। এতে তুলি চরিত্রে অভিনয় করবেন দীঘি। শ্যামল চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে।

‘শেষ চিঠি’ গল্পের মূল বিষয়বস্তু হলো, মানুষকে পেশা দিয়ে মূল্যায়ন নয়, তাকে মানুষ হিসেবেই সম্মান করা।

স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করবেন সুমন ধর। এর আগে ‘দর্পণ বিসর্জন’ ও ‘অমি ও আইসক্রিমওয়ালা’ নামে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।

আগামী ২ মার্চ থেকে ঢাকার লোকেশনে ‘শেষ চিঠি’র শুটিং শুরু হবে। ৬ মার্চ পর্যন্ত টানা এই শুটিং চলবে। ‘শেষ চিঠি’ রচনা করেছেন ববি রহমান। এতে বিশেষ একটি চরিত্র করবেন সাবেরী আলম।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।