ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

আসছে ‘পূর্ণিমার আলো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩১, ফেব্রুয়ারি ১৬, ২০২১
আসছে ‘পূর্ণিমার আলো’ চিত্রনায়িকা পূর্ণিমা

চিত্রনায়িকা পূর্ণিমা উপস্থাপিকা হিসেবেও বেশ জনপ্রিয়। নানা সময় তাকে টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখা গেছে।

এছাড়া বড় আয়োজনের লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করে প্রশংসা পেয়েছেন তিনি।  

এবার পূর্ণিমা তারকা নির্ভর নতুন একটি অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন। ‘পূর্ণিমার আলো’ নামে এই অনুষ্ঠানটি আগামী ৬ মার্চ থেকে প্রচারে আসছে দেশ টিভি।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এই অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর কাওরান বাজারের একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। দেশ টিভি, পূর্ণিমা এবং স্পন্সর কোম্পানির মধ্যকার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ টিভির পরিচালক তারিক সুজাত ও চিত্রনায়িকা পূর্ণিমাসহ অনেকে।

জানা যায়, প্রাথমিক চুক্তিতে অনুষ্ঠানটির ৫২টি পর্ব নির্মাণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যা দেশ টিভিতে আগামী ৬ মার্চ থেকে প্রচারিত হবে। চিত্রনায়ক ফেরদৌস এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হয়ে পূর্ণিমাকে উপস্থাপক হিসেবে পরিচয় করিয়ে দেবেন। পরবর্তীতে দেশের চলচ্চিত্র বা টিভি তারকা, খেলোয়াড়, রাজনীতিবিদসহ অনেকেই অতিথি হবেন পূর্ণিমার।  

ফরিদা লিমার প্রযোজনায় অনুষ্ঠানটি ৬ মার্চ থেকে প্রতি শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।