ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

ভালোবাসা দিবসে প্রীতম হাসানের নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, ফেব্রুয়ারি ১৪, ২০২১
ভালোবাসা দিবসে প্রীতম হাসানের নতুন গান প্রীতম হাসান

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘জীবনের উৎসবে একসাথে’।  

কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম নিজেই।

এর ভিডিওতে মডেল হয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

গানটি প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, আমার নতুন এই গানে দেখানো হবে ভালোবাসা শুধু রোমান্টিকতার সম্পর্কের মধ্যেই আটকে নেই। বরং ভালোবাসা হতে পারে মানুষের প্রতি, বন্ধুত্বের প্রতি, এমনকি প্রকৃতির প্রতিও।

গানটি নির্মাণ করেছে বিশ্বব্যাপী ইনস্ট্যান্ট যোগাযোগ প্ল্যাটফর্ম ইমো। প্ল্যাটফর্মটি বাংলাদেশে বেশ জনপ্রিয়।  

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রীতম হাসানকে সঙ্গে নিয়ে এরকম ব্যতিক্রমধর্মী গানের মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত তারা। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি সবাইকে তাদের ভালোবাসার কাজে উৎসাহ দেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছে। গানটি সব শ্রেণি-বয়সের শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে তাদের প্রত্যাশা।

জানা যায়, রোববার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবস থেকে মিউজিক ভিডিওটি ইমো’র মাইপ্লানেট, ইউটিউব এবং ফেসবুক পেইজ এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।