ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

ভালোবাসা দিবসে আসছে সুমনার নতুন গান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, ফেব্রুয়ারি ৮, ২০২১
ভালোবাসা দিবসে আসছে সুমনার নতুন গান  সুমনা রহমান

মেহেরপুর: আসন্ন ভালোবাসা দিবসকে সামনে রেখে কণ্ঠশিল্পী সুমনা রহমান প্রকাশ করতে যাচ্ছেন তার নতুন গান ‘আসবো ফিরে’।

গানটির কথা লিখেছেন গীতিকবি জয়ন্ত কর্মকার।

সুর ও সংগীত পরিচালন করেছেন বর্ণ চক্রবর্তী। আগামী বুধবার (১০ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবস উপলক্ষে গানটি হিউজ টিভির ব্যানারে ইউটিউবে প্রকাশ পাবে।

বিশেষ দিনে নতুন গানটি শোনার জন্য শ্রোতাদের আহ্বান জানিয়েছেন সুমনা রহমান।  
 
সুমনা ঢাকার মেয়ে সুমনা হলেও বৈবাহিক সূত্রে মেহেরপুরে বসবাস করেন তিনি। ২০১৯ এ সুমনা রহমান ৩০ হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে ‘সিলন সুপার সিঙ্গার’ রিয়েলিটি শো’তে দ্বিতীয় স্থান অর্জন করেন। সংগীত প্রেমীদের দৃষ্টি কাড়েন। এর আগে বেঙ্গল ফাউন্ডেশনসহ একাধিক সংগীত রেকর্ডিং প্রতিষ্ঠান থেকে তার একাধিক গান প্রকাশ পেয়েছে। নিয়মিত তাকে বিভিন্ন টেলিভিশনে সংগীত পরিবেশন করতে দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।