ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

আলী যাকেরকে শেষ শ্রদ্ধা জানানো হবে মুক্তিযুদ্ধ জাদুঘরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, নভেম্বর ২৭, ২০২০
আলী যাকেরকে শেষ শ্রদ্ধা জানানো হবে মুক্তিযুদ্ধ জাদুঘরে

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আলী যাকেরকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হবে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় তার মরদেহ সেখানে রাখা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি জানান, সেখানে আলী যাকেরকে শ্রদ্ধা নিবেদন শেষে তাকে দাফন করা হবে। তবে দাফনের স্থান এখনো চূড়ান্ত হয়নি।

৭৬ বছরে শেষ নিশ্বাস ত্যাগ করার সময় আলী যাকের রেখে গেছেন স্ত্রী নাট্যজন সারা যাকের, ছেলে নাট্যাভিনেতা ইরেশ যাকের, মেয়ে রেডিও উপস্থাপক শ্রিয়া সর্বজায়াসহ অসংখ্য গুণমুগ্ধ ভক্ত-অনুরাগীকে।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে আলী যাকের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রায় চার বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন আলী যাকের। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।