ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

শুক্রবার মিশু ও টয়ার ‘এক্স ভার্সেস প্রেজেন্ট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, নভেম্বর ২৬, ২০২০
শুক্রবার মিশু ও টয়ার ‘এক্স ভার্সেস প্রেজেন্ট’ মিশু সাব্বির ও মুমতাহিনা চৌধুরী টয়া

বর্তমান সময়ের তরুণ-তরুণীদের ভালোবাসা-বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড বিষয়ক জটিলতা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘এক্স ভার্সেস প্রেজেন্ট’। নাটকটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক এবং পরিচালনা করেছেন মোহন আহমেদ।

 

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা মিশু সাব্বির ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। সম্প্রতি শুটিং সম্পন্ন হওয়া নাটকটি আগামী শুক্রবার (২৭ নভেম্বর) টেলিভিশনের পর্দায় প্রচার হবে।

মিশু সাব্বির বলেন, মোহন আহমেদের পরিচালনায় পরপর কয়েকটি কাজ করলাম। আশা করছি আগের কাজের মতো এটাতেও সাড়াতেও সাড়া পাবো।

টয়া বলেন, ভালো একটি কাছ হয়েছে। মোহন আহমেদ ও মিশু সাব্বির ভাইয়ের সঙ্গে কাজটি করে বেশ উপভোগ করেছি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।

‘এক্স ভার্সেস প্রেজেন্ট’ নাটকে মিশু সাব্বির ও টয়া ছাড়াও অভিনয় করেছেন- স্বর্ণা লতা, সিয়াম নাসির,  মো. পামির, জান্নাত প্রীতি, নিতু প্রমুখ। এটি প্রযোজনা করেছেন মাহবুব আলম। শুক্রবার রাত সাড়ে ৮টায়  মাছরাঙা টিভিতে নাটকটি প্রচার হবে। পরদিন শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিডি ভিশন ইউটিউব চ্যানেলেও প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।