ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

গাজী মাজহারুল আনোয়ারের গীতিকবিতায় এস আই শহীদের সুর

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, অক্টোবর ২৫, ২০২০
গাজী মাজহারুল আনোয়ারের গীতিকবিতায় এস আই শহীদের সুর গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে শহীদ

বরেণ্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের কথায় ‘হ্যালো’ শিরোনামের একটি গানে সুর করলেন এই প্রজন্মের গীতিকবি ও সুরকার এস আই শহীদ। অমিত চ্যাটার্জির সংগীতায়োজনে গানটি গেয়েছেন নবাগত গায়িকা আতিকা রহমান মম।

 

বাজনা বিডি’র প্রযোজনায় ইতিমধ্যে গানটির কণ্ঠ ধারণের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভিডিও ধারণের প্রস্তুতি। গানটি সম্পর্কে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘তরুণ প্রজন্মের অনেকেই ভালো লিখছে, সুর করছে। এস আই শহীদকে আমার কাছে বেশ নিবেদিত মনে হলো। ‘হ্যালো’ গানটিতে তার সুর আমাকে মুগ্ধ করেছে। শহীদের জন্য অনেক অনেক শুভকামনা। ’ 

গাজী মাজহারুল আনোয়ারের মতো একজন জীবন্ত কিংবদন্তীর সঙ্গে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত এস আই শহীদ। তিনি বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার আমাদের বাংলা গানের বটবৃক্ষ। উনার মতো বটবৃক্ষের কথায় সুর করতে পারার সুযোগ পাওয়া যেনো সেই বটবৃক্ষের সুশীতল ছায়া পাওয়ার মতোই সৌভাগ্যের। ’

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘন্টা, অক্টোবর ২৫, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।