ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

করোনা: করুণাময়ের কৃপা চেয়ে ভাই-বোনের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, মে ১৬, ২০২০
করোনা: করুণাময়ের কৃপা চেয়ে ভাই-বোনের গান

চলমান করোনায় সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরম করুণাময়ের কাছে করুণা চেয়ে একসঙ্গে কণ্ঠ বাঁধলেন ডলি সায়ন্তনী ও বাদশা বুলবুল। গানের শিরোনাম ‘করুণাময়’।

হে স্রষ্টা, হে ঈশ্বর, হে বিশ্ব করুণাময়/শান্তি-সুখ আর প্রাণ ফিরে দাও/তোমার বাণী তো মিথ্যে নয়/মানুষে মানুষে নেই ভেদাভেদ/আমরা সকলে কৃপা চাই- রূপতনু রূপু’র সুর ও সংগীতায়োজনে ভাই-বোনের কণ্ঠের এই গানের কথা লিখেছেন জামাল রেজা। মিক্স-মাস্টারে আজম বাবু।

এ গান প্রসঙ্গে ডলি সায়ন্তনী বাংলানিউজকে বলেন, গানটা আসলে বুলবুল ভাইয়ের এককভাবে করার কথা ছিল। কিন্তু গানের সুরটা শোনার পর তিনি আমার নামও প্রস্তাব করেন। এরপর আয়োজকরাও রাজি হন। করোনা পরিস্থিতিতে গানটি করতে পেরে ভালো লাগছে। এছাড়া এ গানের মাধ্যমে অনেক দিন পর দুই ভাই-বোন একসঙ্গে গাইলাম। সবাই নিরাপদে থাকুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন।

শুক্রবার (১৫ মে) প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

ভিডিও:

 

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ১৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।