ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বিনোদন

তৌসিফ-মেহজাবীনের ‘নেই তুমি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, মার্চ ১১, ২০২০
তৌসিফ-মেহজাবীনের ‘নেই তুমি’

ছোট পর্দার দর্শকপ্রিয় দুই মুখ তৌসিফ ও মেহজাবীনকে নিয়ে নির্মাতা মোহন আহমেদ রচনা করেছেন নাটক ‘নেই তুমি’। রচনায় গোলাম সারোয়ার অনিক।

নাটকটিতে তৌসিফ-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, এসএম সৈকত, তানজিন অর্থি, নান্নু মল্লিক প্রমুখ। নাটকে প্লেবয় মুন্নার চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ।

অন্যদিকে মেহজাবীনকে দেখা যাবে মৌ চরিত্রে।  

এই সময়ের অন্যরকম ভালোবাসার গল্প ওঠে এসেছে এই নাটকে। নাটকটির চিত্রগ্রহণ করেছেন কামরুল ইসলাম শুভ। টেলিভিশনে প্রচারের পর একই দিন রাত ১০ টায় ভিজুয়াল সিন এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেলে নাটকটি আপলোড করা হবে।  

এই নাটক প্রসঙ্গে তৌসিফ বলেন, নাটকের গল্পে একটু ভিন্নতা আছে। কাজ করতে গিয়ে অনেক মজা পেয়েছি। আশা করছি দর্শকরাও মজা পাবেন।  

অন্যদিকে মেহজাবীনও কাজটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৯ টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে নাটক ‘নেই তুমি’।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।