ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

প্রযোজক অবাক তামান্নার পারিশ্রমিকের পরিমাণ শুনে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, মার্চ ৬, ২০২০
প্রযোজক অবাক তামান্নার পারিশ্রমিকের পরিমাণ শুনে

বর্তমানে ভারতের হায়দারাবাদে শুটিং চলছে দক্ষিণী সিনেমার পরিচালক বোয়াপতি শ্রীনু’র নাম ঠিক না হওয়া একটি সিনেমার।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন- নান্দামুরি বালাকৃষ্ণা ও অঞ্জলি। আরেক নারী চরিত্রের জন্য পরিচালক একজন অভিনেত্রীকে নিতে চাইছেন।

এ চরিত্রটির জন্য পরিচালক তামান্না ভাটিয়া ও কাজল আগরওয়ালের সঙ্গে যোগাযোগ করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য চড়া পারিশ্রমিক চেয়েছেন তামান্না ভাটিয়া।  

এতে পরিচালক রাজি হলে বালাকৃষ্ণার সঙ্গে রোমান্স করবেন তামান্না। কিন্তু তামান্নার পারিশ্রমিকের পরিমাণ শুনে অবাক হয়েছেন প্রযোজক। অন্যদিকে কাজল আগরওয়াল এখনো এ বিষয়ে সাড়া দেননি।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অ্যাকশন’। তামিল এই সিনেমায় বিশালের বিপরীতে অভিনয় করেন তিনি। গত বছরের নভেম্বরে সিনেমাটি মুক্তি পায়। এছাড়া বর্তমানে একটি হিন্দি এবং একটি তেলেগু ভাষার সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পারছেন তামান্না।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।