ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

প্রস্তুত হয়ে ফিরছেন রেসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, ডিসেম্বর ২, ২০১৯
প্রস্তুত হয়ে ফিরছেন রেসি

অভিনয় থেকে স্বল্প বিরতি নিয়ে সংসারে মনোযোগী হয়েছিলেন চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। তবে দুই বছর পর আবারও তিনি ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমা ‘ইয়েস ম্যাডাম’-এ। এটি পরিচালনা করবেন রকিবুল ইসলাম রাকিব।

নতুন সিনেমার শুটিংয়ের আগে নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন বলে জানিয়েছেন রেসি। সোমবার (০২ ডিসেম্বর) বাংলানিউজকে তিনি বলেন, এতদিন সংসার নিয়ে ব্যস্ত ছিলাম।

পাশাপাশি নিজেকে নতুন করে প্রস্তুত করেছি। ফেরাটা যাতে দর্শকদের চমকে দেয়, সেভাবেই হাজির হচ্ছি।

তার নতুন সিনেমা ‘ইয়েস ম্যাডাম’র শুটিং শুরু হবে ২০ ডিসেম্বর ঢাকায়। টানা এক মাস শুটিং চলবে। টুঙ্গিপাড়া ফিল্মস প্রযোজিত এতে আরও অভিনয় করবেন- কেয়া, তানহা মৌমাছি, শিপন মিত্র। দু’টি নেতিবাচক চরিত্রে দেখা যাবে অমিত হাসান ও অরুণা বিশ্বাসকে।

এখন পর্যন্ত ৪৮টির সিনেমায় রেসিকে অভিনয় করতে দেখা গেছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিয়তি’ ও ‘শূন্য’।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।