ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

বিনোদন

বউ নিয়ে বিপদে জাহিদ হাসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫২, নভেম্বর ২৭, ২০১৯
বউ নিয়ে বিপদে জাহিদ হাসান জাহিদ হাসান-পিয়া

বউয়ের সাজে জাহিদ হাসানের পাশে বেশ মানিয়েছে পিয়া জান্নাতুলকে। তাদের বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন পিয়া, লাল বেনারসি পরে জাহিদ হাসানের পাশে দাঁড়ানো ছবিটি অনেকেরই নজর কেড়েছে।

তবে ছবিটি বাস্তবের নয়, একটি নাটকের শুটিংয়ে স্বামী-স্ত্রীর চরিত্রে ফ্রেমবন্দি হয়েছেন তারা। অবশ্য ছবিটির কারণ খোলাসা করে পিয়া জানান, ভয়ের কিছু নেই- জাহিদ ভাইকে বিয়ে করেনি।

এটি নাটকের শুটিংয়ের একটি দৃশ্য।

হ্যাঁ, আগামী ঈদের জন্য নির্মাতা আদিবাসী মিজান নির্মাণ করছেন ‘বউ নিয়ে বিপদে’ নামের নাটক। এতে অভিনয়ে দেখা যাবে জাহিদ হাসান ও পিয়া জান্নাতুলকে। নাটকটিতে সুন্দরী বউ নিয়ে স্বামীর বেশ কিছু মজার কর্মকাণ্ড ফুটে উঠবে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।