ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

নতুন বছরে মুক্তি পাচ্ছে শ্যামল-শিবা জুটির প্রথম সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, নভেম্বর ৩, ২০১৯
নতুন বছরে মুক্তি পাচ্ছে শ্যামল-শিবা জুটির প্রথম সিনেমা শিবা-শ্যামল মাওলা

নির্মাতা অনিরুদ্ধ রাসেল নির্মাণ করছেন ‘এনকাউন্টার’ নামের সিনেমা। এতে জুটি বেঁধেছেন ছোট পর্দার পরিচিত মুখ শ্যামল মাওলা ও শিবা আলী খান। এর কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। যৌথভাবে এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল ও রূপান্তর।

নেশা ও মাদকে আক্রান্ত সারা দেশ। সরকারের নানা পদক্ষেপ সত্ত্বেও কোনো সমাধান মিলছে না।

কতিপয় অসাধু মানুষ এই অন্ধকার জগতের পেছনে কলকাঠি নাড়ছে। এদেরই একজন হলদি মাখন। ইয়াবা থেকে শুরু করে সব মাদকের সম্রাট। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে নির্বিঘ্নে মাদক সাম্রাজ্য পরিচালনা করে হলদি মাখন। আর এই কাজে হলদি মাখনের মূল ভরসা সিয়াম নামের এক যুবক। ঘটনাচক্রে গার্মেন্টস কর্মী খুশির সঙ্গে পরিচয় হয় সিয়ামের। তখনই ঘটনা মোড় নেয় অন্যদিকে।

শিবা-শ্যামল মাওলা
এমনই সমকালীন গল্প নিয়ে পরিচালক অনিরুদ্ধ রাসেল নির্মাণ করছেন ‘এনকাউন্টার’। এরই মধ্যে সিনেমার শুটিং আশি ভাগ সম্পন্ন হয়েছে।  

সিনেমাটি প্রযোজনা করেছে ভারটেক্স প্রোডাকশন হাউস। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় মূল চরিত্রে আবির্ভুত হচ্ছেন শ্যামল মাওলা। এর আগে তাকে ‘গেরিলা’ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা গেছে। অন্যদিকে শাকিব খানের বিপরীতে মুক্তি প্রতিক্ষীত ‘অপারেশন অগ্নিপথ’- এ অভিনয় করেছেন শিবা।  

শ্যামল মাওলা-শিবা ছাড়াও সিনেমাটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, শিশুশিল্পী আরিয়া অরিত্রি, অপু আহমেদ প্রমুখ। সিনেমাটি আসছে বছর শুরুর দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।