ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

বিনোদন

বাবার তৈরি জনপ্রিয় সেই গানটি এবার মেয়ের কণ্ঠে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, নভেম্বর ১, ২০১৯
বাবার তৈরি জনপ্রিয় সেই গানটি এবার মেয়ের কণ্ঠে আশিকুজ্জামান টুলু-রদিয়া

দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ‘আর্ক’র অন্যতম সদস্য আশিকুজ্জামান টুলু। তার হাত ধরে আর্কের অনেক গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

বর্তমানে তিনি কানাডাতে বসবাস করছেন। দেশের বাইরে থাকলেও গানের সঙ্গেই আছেন আশিকুজ্জামান টুলু।

ব্যান্ড সংগীতের গুণী এই তারকার মেয়ে রদিয়া। বেশ কিছুদিন ধরে নিয়ম করেই গান করছেন টুলুকন্যা। সেই ধারাবাহিকতায় এবার বাবার তৈরি পুরনো গান নতুন করে গাইলেন রদিয়া।

ব্যান্ডদল ‘আর্ক’র এই গানটির নাম ‘এমন একটা সময় ছিল’। বাপ্পী খানের কথায়, আর্ক  প্রধান আশিকুজ্জামান টুলুর সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তৎকালীন অন্যতম সদস্য পঞ্চম। নব্বই দশকের শেষের দিকে প্রকাশিত এই গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছিল।

টুলু আর পঞ্চম দুজনেই এখন ‘আর্ক’র বাইরে। সপরিবারে কানাডায় বসবাস করা টুলু সেখানে বসেই নিজের তৈরি গানটি নতুন আঙ্গিকে মেয়ের কণ্ঠে তুলে দিলেন। গাওয়ার পাশাপাশি গানটিতে মডেলও হয়েছেন রদিয়া। মেয়েকে মডেল করে ভিডিও নির্মাণ করেছেন বাবা।

বৃহস্পতিবার (৩১ নভেম্বর) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে গান-ভিডিওতে প্রকাশ পায় ‘এমন একটা সময় ছিল’।

ভিডিও:

 বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ০১ ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।