ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বিনোদন

জাঁকালো আয়োজনে পরীমনির জন্মদিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, অক্টোবর ২৫, ২০১৯
জাঁকালো আয়োজনে পরীমনির জন্মদিন

প্রতিবারের মতো এবারও জাঁকালো আয়োজনে জন্মদিন উদযাপন করলেন চিত্রনায়িকা পরীমনি। এবার তিনি ধরা দিয়েছেন সাদা পরীর বেশে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেন পরী। পরিবার ও শোবিজে নিজের কাছের মানুষদের আমন্ত্রণ জানান তিনি।


পরীমনিকে কেক খাইয়ে দিচ্ছেন চিত্রনায়ক রিয়াজ, ছবি: বাংলানিউজজন্মদিনে পরীকে শুভেচ্ছা জানাতে আসেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, আনিসুর রহমান মিলন, আবদুর নুর সজল, সিয়াম আহমেদ, অভিনেত্রী মৌসুমী, রুনা খান, শবনম ফারিয়া, তানহা তাসনিয়া, নির্মাতা মালেক আফসারী, ওয়াজেদ আলী সুমন, দীপংকর দীপনসহ অনেকে।

পরীমনি বাংলানিউজকে বলেন, প্রতিবছর আমার ডাকে সবাই ছুটে আসেন এটা খুব ভালো লাগে। আমি প্রিয় মানুষদের নিয়ে বিশেষ এ দিনটি উদযাপন করতে আনন্দ পাই। সবার কাছে আমার সামনের দিনগুলোর জন্য দোয়া চাই।
জন্মদিনে সাদা গাউন পরে হাজির পরীমনি, ছবি: বাংলানিউজএবারের জন্মদিনে সাদা গাউন পরে হাজির হোন পরী। সব অতিথির ভালোবাসায় সিক্ত হোন তিনি।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
জেআইএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।