ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বিনোদন

সাবিলা নূরের বিয়ে শুক্রবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৭, অক্টোবর ২৫, ২০১৯
সাবিলা নূরের বিয়ে শুক্রবার সাবিলা নূর

জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের বিয়ের সানাই বেজে গেল। বৃহস্পতিবার গায়ে হলুদের পর শুক্রবার (২৫ অক্টোবর) বিয়ে তার। তবে আনুষ্ঠানিক আয়োজন করা হবে ২৭ অক্টোবর।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার একটি ক্লাবে জাঁকজমক করে হয়ে গেল সাবিলার গায়ে হলুদ। এদিন হলুদ শাড়িতে অপরূপা সাজে দেখা দেন তিনি।

সাবিলার হবু বর নেহাল সুনন্দ তাহের এসএ টেলিভিশনে কর্মরত আছেন। বেশ আগে থেকেই তাদের দু’জনের মধ্যে দারুণ সম্পর্ক চলছিল।

সাবিলার বন্ধু ও অভিনেতা তৌসিফ মাহবুবের মাধ্যমে তিন বছর আগে নেহালের সঙ্গে পরিচয় তার। বন্ধুত্ব থেকে সুসম্পর্ক ও চমৎকার বোঝাপড়া গড়ে ওঠে দু’জনের মধ্যে। এরপর এই বোঝাপড়াকে পাকাপাকি রূপ দিতে সিদ্ধান্ত নিলেন দু’জনে।

সাবিলা নূর মডেলিংয়ের মাধ্যমে শোবিজ জগতে প্রবেশ করেন। গ্রামীণফোন, প্রাণ ফিট, রবিসহ অনেকগুলো জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। ইউটার্ন, শত ডানার প্রজাপতি, জল কলঙ্ক, পাষাণ ইজ ব্যাক, মন শুধু মন ছুঁয়েছে ইত্যাদি তার জনপ্রিয় কিছু নাটকের মধ্যে উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।