ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

তৌকীর-বাঁধনের ‘তবু’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, অক্টোবর ২৪, ২০১৯
তৌকীর-বাঁধনের ‘তবু’

একটি সম্মেলনে বাংলাদেশের বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব খাজা নাসেরের সঙ্গে পরিচয় হয় জাম্বিয়ার এনজিও প্রতিনিধি আকাশ বসরাইয়ের। দু’জনের বন্ধুত্ব বেশ জমে ওঠে। নাসের তার বাড়িতে আকাশকে নিয়ে যান এবং নাসেরের স্ত্রী নন্দিনীর সঙ্গে আকাশের দেখা হয়। তাদের মধ্যে একটি অদ্ভুত ত্রিভুজ প্রেমের বলয় তৈরি হয়। 

তিন চরিত্রের আলো-আঁধারের খেলা জমে ওঠে ‘তবু’ নাটকে। চমকের পর চমক।

খাজা নাসের, আকাশ বসরাই আর নন্দিনী, সবাই আপ্রাণ চেষ্টা করে আপন আপন গণ্ডিকে ভাঙতে।  

শ্যামল ভাদুরী’র রচনা ‘তবু’ নাটকটি পরিচালনা করেছেন সম্রাট নাসির। এতে কেন্দ্রীয় তিনটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শহিদুজ্জামান সেলিম, তৌকীর আহমেদ ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রমুখ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টায় ‘তবু’ নাটকটি এসএটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।