ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

প্রেমিক-প্রেমিকার কৃপণতা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, অক্টোবর ২২, ২০১৯
প্রেমিক-প্রেমিকার কৃপণতা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

মিতুলের সঙ্গে প্রেম করেন প্রিমা। একদিন মিতুলকে প্রিমা বলেন, তার দামি মোবাইল ফোন জমা রেখে আইসক্রিম খাওয়াতে। কিন্তু এমন কাণ্ডের করণে প্রিমাকে খুন করার জন্য মিতুল তার বন্ধু আসিফকে ভাড়া করে।

প্রেমিক-প্রেমিকার কৃপণতা ও সম্পর্কের নানা বিষয় নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্ল্যাকমেইল’। আজিশা রহমান ইতির চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আকাশ আমিন।

এতে অভিনয় করেছেন- আফফান মিতুল, প্রিমা ও আসিফ আলম।

এ প্রসঙ্গে আকাশ বলেন, ‘গল্পটায় সবাই বিশুদ্ধ বিনোদন পাবেন, যতই মন খারাপ থাকুক হাসতেই হবে। কারণ শুটিংয়ের সময় আমি, প্রিমা, আসিফ ও মিতুলসহ পুরো ইউনিটের সবাই হেসে হেসে খুন! নবাগত হিসেবে আসিফ খুব ভালো অভিনয় করেছেন। ’

আগামী ২৫ অক্টোবর একটি ইউটিউব চ্যানেলে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।