ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

রাধারমণের গান নবনীতার কণ্ঠে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৯, অক্টোবর ২০, ২০১৯
রাধারমণের গান নবনীতার কণ্ঠে নবনীতা চৌধুরী

হাসনরাজার গান ‘সোনালি বন্ধু’ এবং ‘রূপ দেখিলাম’ প্রশংসিত হওয়ার পর এবার রাধারমণের ‘বল গো’ শিরোনামের গান ভিডিও নিয়ে এলেন উপস্থাপক-কণ্ঠশিল্পী নবনীতা চৌধুরী। এটি প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ’র ইউটিউব চ্যানেলে। 

গানটির সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। নবনীতা-গৌরব জুটির এই গানের ভিডিও বানিয়েছেন নির্মাতা মঞ্জু আহমেদ।

সিলেটের সাধক কবি রাধারমণ দত্ত তার কৃষ্ণপ্রেমে সৃষ্ট ধামাইল গানের জন্য বিখ্যাত।  

ধামাইল সিলেটের ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য ধারা। এই গান গাওয়ার সময় দল বেঁধে নৃত্য পরিবেশন করা হতো। ‘বলো গো’ গানটির গায়ন ও সংগীতায়োজনে ধামাইল গানের নাচের সেই ছন্দ ও দোলা দর্শক উপভোগ করতে পারবেন।

এদিকে রাজনৈতিক টক শো উপস্থাপনা থেকে বিরতি নেওয়ার পর নবনীতা আবার পর্দায় ফিরলেন এই মিউজিক ভিডিও নিয়ে। টেলিভিশন ও মঞ্চে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি স্টুডিওতে নতুন গান তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন নবনীতা ও গৌরব।  

নবনীতার উপস্থাপনায় দুরন্ত টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ও ২টায় প্রচারিত হচ্ছে বিবিসি’র ফরম্যাটে নির্মিত ‘মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ’।

ভিডিও:

 বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।