ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

রওনক-বাঁধনের ‘গোলযোগ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, অক্টোবর ১৭, ২০১৯
রওনক-বাঁধনের ‘গোলযোগ’

নিভা প্রতিজ্ঞা করেছেন তিনি তার স্বামীকে আর কখনো সন্দেহ করবেন না। নিভা নিঃসন্তান। তবে এ কারণে তার সংসারে কোনো সমস্যা নেই, বরং তার স্বামী তাকে অনেক ভালোবাসেন। কিন্তু প্রায়ই একটি কলের বিষয় নিভার কাছ থেকে লুকাতে চান তার স্বামী।

এ নিয়ে মাঝে মধ্যে স্বামীর সঙ্গে ঝগড়া হলেও নিভা আবারও তার প্রতিজ্ঞা ফিরে যান। তাদের ফ্ল্যাটের উপর তলায় থাকেন সাথী।

সাথী নানা অজুহাতে নানা সময়ে নিভার ফ্ল্যাটে ঢুকে পরেন এবং নিভার স্বামীকে অফিসে দিয়ে আসার জন্য অনুরোধ জানান।  

নিভা অভিযোগ নিয়ে যায় সাথীর স্বামীর কাছে। কিন্তু সাথীর স্বামী আর এক অদ্ভুত চরিত্র। সেখানে কোন সুরাহা পান না নিভা। এরপর কী ঘটবে তা জানা যাবে নাটক ‘গোলযোগ’-এ।

রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিথুন ভট্টাচার্য্য। এতে অভিনয় করেছেন-রওনক হাসান, বাঁধন, আরিফ মাহবুব তমাল, হাসিন, রাসেল, কোয়েল ও মাশরুর চৌধুরী।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৯টায় ‘গোলযোগ’ প্রচার হবে এসএটিভিতে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।