ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

সদ্যপ্রয়াত কে-পপ গায়িকা সুল্লির সেরা পাঁচ গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৭, অক্টোবর ১৬, ২০১৯
সদ্যপ্রয়াত কে-পপ গায়িকা সুল্লির সেরা পাঁচ গান

কোরিয়ান পপ তারকা ও অভিনেত্রী সুল্লির অকালমৃত্যুতে দক্ষিণ কোরিয়ার বিনোদন জগত শোকস্তব্ধ। মাত্র ২৫ বছর বয়সী এই জনপ্রিয় তারকার মরদেহ সোমবার (১৪ অক্টোবর) তার ঘর থেকে উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়ে জল্পনা চলছেই। 

বহুমুখী প্রতিভাধর সুল্লি একাধারে ছিলেন কে-পপ গায়িকা, অভিনেত্রী ও গীতিকার। অল্প বয়সেই তার অনেক সৃষ্টিকর্ম উপহার দিয়েছেন বিনোদন জগতকে।

 

সুল্লির প্রকৃত নাম চই জিন-রি। একজন শিশুশিল্পী হিসেবে ২০০৫ সালে তিনি অভিনয় জগতে অভিষেক করেন। তবে কে-পপ প্রমিলা ব্যান্ডদল এফ(এক্স)-এ যোগদান করার পর তিনি সর্বাধিক জনপ্রিয় হয়ে ওঠেন।

বাংলানিউজের পাঠকদের জন্য সুল্লির স্মরণীয় কিছু ভিডিও গান উপস্থাপন করা হলো।

১. গোবলিন


২. চু~♡

৩. ইলেকট্রিক শক

৪. রেড লাইট

৫. ডেফ্লাই

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।