ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

হংকংয়ে সপ্তাহব্যাপী কানস চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৮, অক্টোবর ১৫, ২০১৯
হংকংয়ে সপ্তাহব্যাপী কানস চলচ্চিত্র উৎসব

বিশ্বের সবচেয়ে বড় ও সম্মানজনক কানস চলচ্চিত্র উৎসবের দু’টি পর্ব প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে এশিয়ায়। হংকংয়ে আগামী ১২ নভেম্বর কানস চলচ্চিত্র সপ্তাহ শুরু হতে যাচ্ছে।

হংকংয়ে কানস চলচ্চিত্র উৎসবের ৭২তম আয়োজনে দু’টি পর্ব- প্রতিযোগিতা ও আন সার্টেইন বিভাগে পুরস্কার দেওয়া হবে।

এই চলচ্চিত্র সপ্তাহে প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচিত এবং উচ্চপ্রশংসিত ছয়টি সিনেমা প্রদর্শিত হবে।

এর মধ্যে সেরা চিত্রপরিচালক, সেরা চিত্রনাট্য এবং অনির্ধারিত অ্যাওয়ার্ড বিজয়ীদের কাজ অন্তর্ভুক্ত থাকবে। বিশ্বজুড়ে সিনেমাটোগ্রাফিক কাজের এই প্রদর্শনীতে ফ্রেঞ্চ, ইতালিয়, বেলজিয়াম, ব্রাজিলিয়ান ও আমেরিকান সিনেমা থাকছে এবার।

প্রতিযোগিতা পর্বে ‘ইয়াং আহমেদ’ সিনেমাটির বিশ্বখ্যাত পরিচালক ডারডেন ব্রাদার্স সেরা পরিচালকের অ্যাওয়ার্ড লাভ করছেন। আর সেরা চিত্রনাট্যের পুরস্কার পাচ্ছে ‘পোরট্রেট অব অ্যা লেডি অন ফায়ার’। এছাড়া ইতালিয় বিখ্যাত চিত্রনির্মাতা মার্কো বেলোচ্ছিওর ‘দ্য ট্রেইটর’ সিনেমাটির অভিষেক হবে এই উৎসবেই।  

আন সার্টেইন রিগার্ড পর্বে ‘দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিডাইস গুসমাও’ সিনেমাটির হাইলাইটস দেখানো হবে। সিনেমাটি আন সার্টেইন রিগার্ড প্রাইজ লাভ করছে। আর আন সার্টেইন রিগার্ড জুরি পুরস্কার লাভ করছে ‘দ্য ক্লাইম্ব’ সিনেমাটি। ‘অন অ্যা ম্যাজিক্যাল নাইট (চেম্বর ২১২)’ সিনেমার জন্য আন সার্টেইন রিগার্ড সেরা পারফরম্যান্স পুরস্কার পাচ্ছেন চিয়ারা মাসট্রোইয়ান্নি।  

এসব চমকপ্রদ সিনেমার মধ্য দিয়েই কান চলচ্চিত্র উৎসব বিশ্বনন্দিত সকল চিত্রনির্মাতা ও নবীন চিত্রপরিচালকদের তুলে ধরবে, যারা আন্তর্জাতিক চলচ্চিত্র শিল্পকে আগামীর পথে এগিয়ে নিয়ে যাবে।  

বাংলাদেশ সময়: ১৮৩৮, অক্টোবর ১৫, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।