ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

নতুন প্রেমে লিয়াম হেমসওয়ার্থ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, অক্টোবর ১৩, ২০১৯
নতুন প্রেমে লিয়াম হেমসওয়ার্থ

বেশ কঠিন সময় পাড় করছেন হলিউড অভিনেতা লিয়াম হেমসওয়ার্থ। তবে পপ তারকা মাইলি সাইরাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিচ্ছেন তিনি। সম্প্রতি হলিউড অভিনেত্রী ম্যাডিসন ব্রাউনের সঙ্গে তার অন্তরঙ্গতা বৃদ্ধি সেইরকম ইঙ্গিতই দিচ্ছে।

দশ বছর প্রেম করার পর বিয়ে করেছিলেন অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থ। কিন্তু সেই ঘর দশ মাসও টেকেনি।

মাত্র দু’মাস আগেই ভেঙে গেছে তাদের সংসার।  

জীবন তো থেমে থাকে না। তাই নতুন জীবনসঙ্গী খুঁজে নিচ্ছেন লিয়াম। ‘ডাইন্যাস্টি’খ্যাত অভিনেত্রী ম্যাডিসন ব্রাউনের মাঝেই যেন নতুন আশ্রয় খুঁজে পাচ্ছেন তিনি। তবে এবার তিনি ধীরে-সুস্থেই এগোচ্ছেন।

সম্প্রতি নিউইয়র্ক শহরে লিয়াম ও ম্যাডিসনকে হাতে হাত ধরে একসঙ্গে ঘুরে বেড়াতে এবং খাবার খেতে দেখা গেছে। এ জুটিকে পরস্পর চুমু খেতেও দেখা গেছে।

ম্যাডিসনের সঙ্গেই কি জীবনের নতুন ইনিংস শুরু করবেন লিয়াম হেমসওয়ার্থ?

লিয়ামের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এটি একেবারেই নতুন ব্যাপার। লিয়াম ধীরে এগোচ্ছেন। কিন্তু এটা নিশ্চিত যে, তিনি মেয়েটির (ম্যাডিসনের) ব্যাপারে আগ্রহী। তিনি শিগগিরই নতুন কোনো সম্পর্কে গভীরভাবে জড়িয়ে পড়বেন না।

মাস দুয়েক আগে মাইলির সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর এই প্রথম কারও সঙ্গে লিয়ামকে সম্পৃক্ত হতে দেখা গেল।  

মাইলি সাইরাসের সঙ্গে লিয়ামের সংসার টিকেছিল মাত্র আট মাস

অপরদিকে লিয়ামের সাবেক স্ত্রী মাইলি সাইরাস ইদানিং অস্ট্রেলিয়ান গায়ক কোডি সিম্পসনের সঙ্গে রোমাঞ্চ করছেন।

আর পড়ুন: সংসার ভাঙলো মাইলি সাইরাস ও লিয়াম হেমসওয়ার্থের

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।