ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

বিনোদন

প্রথমবার বেলালের সুরে গাইলেন বাবু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, অক্টোবর ২, ২০১৯
প্রথমবার বেলালের সুরে গাইলেন বাবু

অভিনয়ের পাশাপাশি সুযোগ পেলেই কণ্ঠে গান তোলেন ফজলুর রহমান বাবু। তার গাওয়া গানের ভক্তও নেহাত কম নয়। সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিলেন গুণী এই অভিনেতা।

‘দুঃখ দিবা কারে’ শিরোনামের গানটির সুর করেছেন সংগীতশিল্পী বেলাল খান। তার সঙ্গে এটিই বাবুর প্রথম কাজ।

গানটির কথা লিখেছেন এ মিজান ও সংগীতায়োজন করেছেন এম এ রহমান। মঙ্গলবার (০১ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে বেলাল খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

এ মিজান, ফজলুর রহমান বাবু ও বেলাল খান

এ প্রসঙ্গে বেলাল খান বাংলানিউজকে বলেন, ‘প্রথমবার বাবু ভাই আমার সুরে গাইলেন। আগে থেকেই আমরা দু’জন একে অপরকে চিনতাম। কিন্তু কাজ করা হলো এই প্রথম। ’

‘আসলেই বাবু ভাইয়ের গানের গলা অসাধারণ। তার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। আশা করছি সবার ভালো লাগবে,’ যোগ করেন তিনি।

বেলাল খান আরও জানান, কিছুদিনের মধ্যে গানটির ভিডিওর দৃশ্য ধারণ করা হবে। এতে ফজলুর রহমান বাবুকেও দেখা যাবে। মিউজিক ভিডিও নির্দেশনা দেবেন সৌমিত্র ঘোষ ইমন। প্রকাশ পাবে ম্যাক্স ব্যাক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।