ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

মা হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১১, সেপ্টেম্বর ১৯, ২০১৯
মা হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চোপড়া

চলতি বছর ডিসেম্বরে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপস্টার নিক জোনাসের বিয়ের এক বছর হতে যাচ্ছে। গত বছর ভারতের যোধপুরের বিলাসবহুল উমেদ ভবন প্যালেসে রাজকীয় আয়োজনে তাদের চার হাত এক হয়।

দাম্পত্য জীবনের এ সময়ে এসে নিজেকে মা হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন হলিউড-বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ভোগ পত্রিকায় দেওয়া একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা শিগগিরই নিক জোনাসের সন্তানের মা হিসেবে নিজেকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

এছাড়া শিশুদের তার অনেক ভালো লাগে ও সময় পেলেই তিনি শিশুদের সঙ্গে দারুণ সময় কাটানোর কথাও জানান।

নিজের পরিকল্পনার কথা বলতে গিয়ে পিসি আরও জানান, শুধু সন্তান হয় মুম্বাইয়ের পর লস অ্যাঞ্জেলসেও নিজের বাড়ি দেখতে চান তিনি। এই দুইটি বিষয় নিয়েই এখন তিনি এগোচ্ছেন।

আগামী ১১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে প্রিয়াঙ্কা অভিনীত সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এতে আরও অভিনয় করেছেন-ফারহান আখতার, জাইরা ওয়াসিম ও রোহিত সরফ। সিনেমাটির প্রচারেই এখন ব্যস্ত সময় পার করছেন ‘কোয়ান্টিকো’ অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।