ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

স্বরলিপি-জয়ের গানে অন্তু ও মীম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, সেপ্টেম্বর ৪, ২০১৯
স্বরলিপি-জয়ের গানে অন্তু ও মীম অন্তু-মীম

কণ্ঠশিল্পী স্বরলিপি ও জয়ের কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে ‘নাম ধরে ডাকিস’ শিরোনামের দ্বৈতগান। তাদের এই গানটিতে মডেল হয়েছেন অন্তু করিম ও নাদিয়া আফরিন মীম।

গানের ভিডিওর চিত্রায়ন হয়েছে ঢাকার সাভার ও আশপাশের মনোরম স্থানে। নির্মাণ করেছেন নওয়াব নাসির।

ভিডিওতে দারুণ প্রেম আর খুঁনসুটিতে মেতে উঠতে দেখা যাবে অন্তু করিম ও নাদিয়া আফরিন মীম।  

শরীফ আল দ্বীনের কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। সঙ্গীতায়োজনে মুশফিক লিটু। এই গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী জয় বলেন  ‘এটি অসম্ভব প্রেমের একটি গান। অনেক সময় নিয়ে পুরো টিম মিলে কাজটি করেছি। ভিডিওতে সুন্দর একটি গল্প উপস্থাপন করেছেন পরিচালক। আমার বিশ্বাস গান–ভিডিওটি সবার ভালো লাগবে। ’ 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গান-ভিডিও ‘নাম ধরে ডাকিস’। এছাড়া গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।