ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

ময়মনসিংহে শুরু হলো ‘পরাণ’র শুটিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৩, সেপ্টেম্বর ৪, ২০১৯
ময়মনসিংহে শুরু হলো ‘পরাণ’র শুটিং

মফস্বলের দুই তরুণ ও এক তরুণীর জীবন ও প্রেমের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করছেন পরিচালক রায়হান রাফী। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মডেল ও অভিনেতা শরিফুল ইসলাম রাজ, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও অভিনেতা ইয়াশ রোহান।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) থেকে ময়মনসিংহে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। প্রথম দিন অংশ নিয়েছেন রাজ ও মিম।

কিছুদিন পর যুক্ত হবে ইয়াশ। ময়মনসিংহে চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ‘পরাণ’র শুটিং চলবে।

এ প্রসঙ্গে রাজ বাংলানিউজকে বলেন, ‘প্রথম দিন নদীর পারে শুটিং করলাম। দারুণ একটা পরিবেশে কাজ করছি। প্রকৃতি ও সিনেমার গল্প দু’টা মিলে বেশ উপভোগ করছি। এখানে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আমার শুটিং চলবে। এরপর ঢাকায় ফিরে নতুন আরেকটি সিনেমা শুটিং শুরু করবো। ‘পরাণ’-এ আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করছি। আশা করছি দর্শক পর্দায় দেখে আনন্দিত হবেন। ’

২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রাজের। প্রথম সিনেমাতেই তিনি দর্শকদের প্রশংসা পান। তার দ্বিতীয় সিনেমা ‘ন ডরাই’ মুক্তির অপেক্ষায় আছে। ‘পরাণ’ তার তৃতীয় সিনেমা।  

এদিকে, মিমকে সর্বশেষ ‘সুলতান’ এবং ইয়াশকে তার প্রথম সিনেমা ‘স্বপ্নজাল’র মধ্য দিয়ে বড় পর্দায় দেখা গেছে।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।