ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

চার ভাষায় সালমানের ‘দাবাং থ্রি’ আসছে ২০ ডিসেম্বর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, আগস্ট ২১, ২০১৯
চার ভাষায় সালমানের ‘দাবাং থ্রি’ আসছে ২০ ডিসেম্বর

বর্তমানে ভারতের রাজস্থানে ‘দাবাং থ্রি’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান ও সোনাক্ষী সিনহা। ইনস্টাগ্রামে শুটিংয়ের ছবিও শেয়ার করেছেন ‘ভাইজান’। চলতি বছর ২০ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। শুধু হিন্দি নয়, একসঙ্গে চারটি ভাষায় এটি মুক্তি পাবে।

‘দাবাং থ্রি’ পরিচালনা করছেন প্রভুদেবা। তিনি ইনস্টাগ্রামে সালমানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে জানান, অ্যাকশন সিনেমাটি মুক্তি পাবে ২০ ডিসেম্বর।

এটি হিন্দি, তামিল, তেলুগু ও কন্নড়া ভাষায় দর্শক দেখতে পাবেন।

বলিউডের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির একটি ‘দাবাং’। অভিনব ক্যাসবের পরিচালনায় ২০১০ সালে মুক্তি পেয়েছিল সালমান খান ও সোনাক্ষী সিনহা অভিনীত এর প্রথম কিস্তি। আরবাজ খানের পরিচালনায় দ্বিতীয় কিস্তি মুক্তি পায় ২০১২ সালে। নতুন পর্ব পরিচালনা করছেন প্রভুদেবা।

‘দাবাং থ্রি’র পর সঞ্জয়লীলা বানসালির ‘ইনশাআল্লাহ’ সিনেমার কাজ শুরু করবেন সালমান খান। এতে তার বিপরীতে অভিনয় করবেন আলিয়া ভাট।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ২০১৯
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।