ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

এবার আসছে ‘লেডি কিলার ২’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, জুলাই ১৬, ২০১৯
এবার আসছে ‘লেডি কিলার ২’

গত ঈদুল ফিতর উপলক্ষে টিভি পর্দায় প্রচারিত হয়েছিল জনপ্রিয় জুটি তাহসান খান ও নুসরাত ইমরোজ তিশার নাটক ‘লেডি কিলার’। এতে তাদের দু’জনের অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করে। ইউটিউবে প্রকাশের পর নাকটটি এখন পর্যন্ত ৩২ লাখের বেশি ভিউ পেয়েছে।

‘লেডি কিলার’র সাফল্যের পর ঈদুল আযহা উপলক্ষে পরিচালক মাবরুর রশিদ বান্নাহ নাটকটির সিক্যুয়েল নির্মাণ করছেন। সম্প্রতি রাজধানীতে ‘লেডি কিলার ২’র শুটিং শেষ হয়েছে।

এখন চলছে সম্পাদনার কাজ।

এ প্রসঙ্গে মাবরুর রশিদ বান্নাহ বাংলানিউজকে বলেন, ‘লেডি কিলার’র গল্প যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই নতুন পর্বটি শুরু হবে। প্রথম পর্বে দর্শকের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকে সিক্যুয়েল নির্মাণের জন্য অনুরোধও জানিয়েছেন। সেজন্য মূলত ‘লেডি কিলার ২’ নির্মাণ করা। ’

‘এবারের গল্পে আমরা সমাজের বেশকিছু প্রেক্ষাপট তুলে ধরবো। নাটকে খাবারে ফরমালিন দেওয়ার বিরুদ্ধে লেডি কিলার টিমকে লড়তে দেখা যাবে। গল্পটা বেশ ভালো, আশা করছি সিক্যুয়েল দর্শকরা পছন্দ করবেন,’ যোগ করেন তিনি।

১৩ ও ১৪ জুলাই ‘লেডি কিলার ২’র শুটিং সম্পন্ন হয়েছে। এতে তাহসান ও তিশা ছাড়া আরও অভিনয় করেছেন জেরিন খান রত্না, সিয়াম নাসির, ইভান সাইর, শামীম, বাচ্চু প্রমুখ। আসন্ন ঈদে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে।

সময়: ১২৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।