ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

ঈশানের বিপরীতে প্রথমবার অনন্যা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫২, জুলাই ১৫, ২০১৯
ঈশানের বিপরীতে প্রথমবার অনন্যা!

চলতি বছর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের। এদিকে ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে প্রশংসিত হন শহীদ কাপুরের ছোট ভাই ঈশান খাত্তার। আলোচিত এই দুই অভিনয়শিল্পী প্রথমবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বড় পর্দায়।

শোনা যাচ্ছে, ‘ভারত’খ্যাত নির্মাতা আলী আব্বাস জাফর প্রযোজিত ও বরুণ শর্মা পরিচালিত নাম ঠিক না হওয়া সিনেমায় ঈশান-অনন্যাকে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে। আর এমন খবর প্রকাশ করেছে বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম।

রোমান্টিক গল্পের সিনেমাটির শুটিং নাকি চলতি বছরের শেষে শুরু হবে। তবে সিনেমাটি নিয়ে নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

বর্তমানে অনন্যা পান্ডে ‘পাতি পাত্নি ওউর ওহ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। তবে ঈশান খাত্তার ‘ধাড়ক’র পর নতুন কোনও সিনেমার ঘোষণা দেননি।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।