ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

বিনোদন

এমিজয়ী অভিনেতা রিপ টর্ন আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, জুলাই ১০, ২০১৯
এমিজয়ী অভিনেতা রিপ টর্ন আর নেই

প্রখ্যাত মার্কিন অভিনেতা রিপ টর্ন (৮৮) তার জীবন সাঙ্গ করলেন। যুক্তরাষ্ট্রের কানেটিকাটে নিজ বাড়িতে মঙ্গলবার (০৯ জুলাই) বিকেলে এমি পুরস্কারজয়ী বর্ষীয়ান এই অভিনেতা মৃত্যুবরণ করেন।

মুক্তচিত্তের অধিকারী রিপ টর্ন তার এই বিচিত্র নামকে জয় করেছিলেন অনবদ্য অভিনয়ের মাধ্যমে। টেলিভিশনে প্রদর্শিত কমেডি ‘দ্য ল্যারি স্যান্ডার্স শো’তে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৬ সালে এমি অ্যাওয়ার্ড পান।

টর্ন চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ১৯৫৭ সালে। তার অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘টাইম লিমিট’, ‘সুইট বার্ড অব ইয়থ’, ‘ক্রিটিক্স চয়েস’ ও ‘দ্য সিনসিনাটি কিড’।  

মৃত্যুকালে তিনি স্ত্রী অ্যামি রাইট, দুই কন্যা কেটি টর্ন ও অ্যাঞ্জেলিকা পেজসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
এমকেআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।