ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

আইয়ুব বাচ্চুকে নিয়ে গাইলেন ফাহমিদা-টুটুল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৪, জুলাই ৩, ২০১৯
আইয়ুব বাচ্চুকে নিয়ে গাইলেন ফাহমিদা-টুটুল ফাহমিদা-আইয়ুব বাচ্চু-টুটুল

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন গুণী সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী ও এস আই টুটুল।

তাদের কণ্ঠের এই গানটির শিরোনাম ঠিক করা হয়েছে ‘না এভাবে মেনে নেওয়া যায় না’। এর কথা ও সুর করেছেন লন্ডন প্রবাসী তিতাস কাজী।

সঙ্গীতায়োজনে মীর মাসুম।

এ গান ফাহমিদা নবী বাংলানিউজকে বলেন, বাচ্চুর প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে গানটি করা হয়েছে। কারণ বাংলা গানে বাচ্চুর অবদান ভুলে যাওয়ার নয়। তার অকালে চলে যাওয়াটা সঙ্গীতের জন্য একটা অপূরণীয় ক্ষতি। তাই তার সম্মানে গানটিতে কণ্ঠ দিতে পেরে আমি আনন্দিত। আর গানটিও বেশ ভালো হয়েছে।

আগামী ( ১৬ আগস্ট) আইয়ুব বাচ্চুর জন্মদিনে গানটি প্রকাশ করা হবে।

গত বছরের ১৮ অক্টোবর এলআরবি’র প্রধান ব্যান্ড তারকা-সঙ্গীতশিল্পী আইযুব বাচ্চু পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে যান।

১৯৯০ সালের ৫ এপ্রিল এলআরবি গড়ে তোলেন আইয়ুব বাচ্চু। প্রথম ব্যান্ডটির নাম রাখা হয়েছিলো ‘লিটল রিভার ব্যান্ড (এলআরবি)। পরবর্তীতে ১৯৯৭ সালে এই নাম বদল করে রাখা হয় ‘লাভ রানস ব্লাইন্ড(এলআরবি)’।  

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।