ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

মুক্তির আগেই চমক দেখাবে বিজয়ের ‘বিগিল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৪, জুলাই ২, ২০১৯
মুক্তির আগেই চমক দেখাবে বিজয়ের ‘বিগিল’

তামিল সুপারস্টার বিজয় অভিনীত ‘বিগিল’ মুক্তি পাওয়ার আগেই নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে। মুক্তির আগেই সিনেমাটি রেকর্ড পরিমাণ আয় করবে বলে ধারণা করছে সিনেমা বিশ্লেষকরা।

তরুণ নির্মাতা অতলী কুমার পরিচালিত ‘বিগিল’ এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা। এর শুরু থেকেই, বিশেষ করে নায়ক বিজয়ের ফার্স্ট লুক দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

অতলী কুমারের এই সিনেমা মুক্তির আগেই নতুন একটি মাইলফলক স্পর্শ করবে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। প্রাক-মুক্তি ব্যবসাতেই ‘বিগিল’ ২২০ কোটি রুপি আয় করবে বলে ধারণা করছে বোদ্ধারা।
 
কলিউডে বিজয় এমনই একজন তারকা অভিনেতা যিনি কয়েক বছর ধরে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে চলেছেন। বোঝা যাচ্ছে, এই অভিনেতা ‘বিগিল’ সিনেমায় শক্তিশালী অভিনয়ের মাধ্যমে আরও একটা ব্লকবাস্টার উপহার দিতে যাচ্ছেন।

‘বিগিল’ চলতি বছর ২৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
এমকেআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।