ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বিনোদন

গানচিত্রে ইমরানের ‘শুধু তুমি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, জুন ২২, ২০১৯
গানচিত্রে ইমরানের ‘শুধু তুমি’ ইমরান

গান প্রকাশের ধারাবাহিকতায় এবার ‘শুধু তুমি’ শিরোনামের গান ভিডিও প্রকাশ পেলো সঙ্গীতশিল্পী ইমরানের কণ্ঠে।

তোফায়েল আহমেদের কথায় গানটির সুর-সঙ্গীতায়োজন করেছেন পাভেল অরিন। গানটিতে মডেল হয়েছেন শাখাওয়াত রিয়েল ও সাবরিনা শানু।

রোমান্টিক ঘরানার এই গানটির ভিডিও নির্মাণ করেছেন চিত্রপরিচালক নাসিম সাহনিক। আম্মাজান ফিল্মসের প্রযোজনায় ‘শুধু তুমি’ শিরোনামের গানটির পরিবেশনায় জিসান মাল্টিমিডিয়া।  

নির্মাতা নাসিম সাহনিক বলেন, গাজীপুরের একটি রিসোর্টের মনোরম দৃশ্যায়নে গানটির দৃশ্য ধারণ করা হয়েছে। মডেল রিয়েল ও শানুর অভিনয় বেশ ভালো হয়েছে। ইমরান বাংলাদেশের জনপ্রিয় শিল্পী। তাই চেষ্টা করেছি ভালো একটি ভিডিও নির্মাণের। মূলত ‘অভিমান পর্ব’ নামক একটি শর্টফিল্মে ব্যবহারের উদ্দেশে গানটি নির্মাণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ইমরানের ‘শুধু তুমি’ শিরোনামের গান ভিডিও।

ভিডিও: বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুন ২২, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।