ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বিনোদন

অভিনেতা অপূর্বের ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৪, জুন ১৪, ২০১৯
অভিনেতা অপূর্বের ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার দর্পণ দ্বীপ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের ছোট ভাই দর্পণ দ্বীপের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রী ডলি ও সাড়ে চার বছর বয়সী ছেলে অংশকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন দ্বীপ।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ বাংলানিউজকে জানান, ‘আদাবর শেখেরটেকের ৬নং রোডের নিজ বাসায় বসবাস করতেন দর্পণ দ্বীপ। বুধবার (১২ জুন) মধ্যরাতে ওই বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ’

জানা যায়, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বাদ মাগরিব মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দ্বীপের মরদেহ দাফন করা হয়েছে।

এদিকে দ্বীপ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলেও জানান আদাবর থানার ওসি।

দ্বীপ একটি আইটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পাশাপাশি গান গাইতেন এবং নাটক-টেলিছবির আবহ সঙ্গীত করতেন। তার নিজের একটি স্টুডিও ছিল।  

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।