ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

বিনোদন

‘বাঘি থ্রি’তে রিতেশ দেশমুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, জুন ১২, ২০১৯
‘বাঘি থ্রি’তে রিতেশ দেশমুখ রিতেশ দেশমুখ

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বাঘি’র তৃতীয় কিস্তি আসছে। নতুন পর্বে টাইগার শ্রফের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর। এছাড়া সিনেমাটিতে অভিনয়ের জন্য যুক্ত হয়েছেন অভিনেতা রিতেশ দেশমুখ। তিনি টাইগারের ভাইয়ের চরিত্রে রূপদান করবেন।

সম্প্রতি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিতেশ সবসময় ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজিতে ছিল।

এবার ‘বাঘি’তে যুক্ত হলেন। এটার আমার সঙ্গে তার ষষ্ঠ সিনেমা। ’

এর আগে ‘বাঘি’তে (২০১৬) শ্রদ্ধা কাপুর ও ‘বাঘি টু’তে (২০১৮) দিশা পাতানি টাইগারের বিপরীতে অভিনয় করেছেন।  আহমেদ খান পরিচালিত ‘বাঘি থ্রি’ মুক্তি পাবে ২০২০ সালের ৫ মার্চ।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুন ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।