ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

ফের মা হলেন এশা দেওল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, জুন ১১, ২০১৯
ফের মা হলেন এশা দেওল এশা দেওল-ভারত তাখতানি

আবারও মা হলেন বলিউড তারকা দম্পতি ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মেয়ে এশা দেওল। এর মাধ্যমে দ্বিতীয় কন্যা সন্তানের মা হলেন এশা।

সোমবার (১০ জনু) ফের মা হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এশা। ইন্সটাগ্রামে সদ্যজাত কন্যার একটি ছবি পোস্ট করেছেন।

এতে লিখেছেন, ১০ জুন জন্ম নিয়েছে মিরায়া তাখতানি।

অবশ্য প্রথম সন্তানের মতো দ্বিতীয় সন্তানের মা হতে যাওয়ার খবরটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন এশা। তার প্রথম কন্যা সন্তান রাধা তাখতানির জন্ম হয় ২০১৭ সালে ২৩ অক্টোবর।

এশা দেওলদীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে ২০১২ সালের জুনে ব্যবসায়ী ভারত তাখতানিকে বিয়ে করেন এশা।

২০০২ সালে ‘কোই মেরে দিল সে পুছে’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় এশার। ‘ধুম’, ‘যুবা’, ‘কুছ তো হ্যায়’, ‘কাল’, ‘নো এন্ট্রি’র মতো সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

২০১৫ সালের ‘কিল দেম ইয়াং’র সিনেমায় সবশেষ পর্দায় দেখা গেছে তাকে। এরপর থেকে সিনেমার ভুবনে অনুপস্থিত তিনি।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জুন ১১, ২০১৯
ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।