ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

আগামী বছর ঈদে সালমানের কোন সিনেমা মুক্তি পাবে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, জুন ৭, ২০১৯
আগামী বছর ঈদে সালমানের কোন সিনেমা মুক্তি পাবে? সালমান খান

প্রতি বছর ঈদে ধারাবাহিকভাবে মুক্তি পায় সালমান খানের নতুন সিনেমা। এবার ঈদে মুক্তি পেয়েছে আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’। সিনেমাটি দাপটের সঙ্গে বক্স অফিস কাঁপাচ্ছে। প্রথম দিন আয় করে নিয়েছে ৪২ কোটি ৩০ লাখ রুপি।

আর এর মধ্যেই সালমান ভক্তদের জন্য সুখবর এলো। আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘ইনশাল্লাহ’।

 নির্মাতা বিষয়টি নিশ্চিত করেছেন।

সঞ্জয়লীলা বানসালির পরিচালিত সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন আলিয়া ভাট। তারা তিনজনই প্রথমবার একসঙ্গে কাজ করছেন। ‘হাম দিল দে চুকে সনম’র ১৯ বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন সঞ্জয়-সলমান। শিগগির এর শুটিং শুরু হবে।

সালমান খানের প্রযোজনা সংস্থা এসকেএফ ফিল্মস সঞ্জয়লীলা বানসালির সিনেমাটি সহ-প্রযোজনা করছে।

আলিয়াকে সর্বশেষ ‘কলঙ্ক’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।