ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

শাকিব-বুবলীর ‘পাগল মন’ একদিনেই ১৫ লাখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৮, মে ৩১, ২০১৯
শাকিব-বুবলীর ‘পাগল মন’ একদিনেই ১৫ লাখ শাকিব খান ও বুবলী

কিছুদিন আগে তুরস্কের ইস্তান্বুলে শুটিং হয়েছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমার দু’টি গানের। এর মধ্যে ‘পাগল মন’ শিরোনামের রোমান্টিক গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার (৩০ মে) রাতে।

প্রকাশের পর পর গানটি নিয়ে মেতে উঠেছে শাকিব ভক্তরা। ২৪ ঘণ্টা পার না হতেই গানটির ইউটিউবে ভিউ ছাড়িয়েছে ১৫ লাখ।

এতো অল্প সময়ে সিনেমার গানের ভিউ সাধারণত খুব কম দেখা যায়। দর্শক-ভক্তদের এমন সাড়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শাকিব-বুবলী।

৪ মিনিট ৪ সেকেন্ডের গানটিতে শাকিব ও বুবলীকে নানন্দিকভাবে উপস্থাপনা করা হয়েছে। গায়কীর সঙ্গে সঙ্গে লোকেশনের বৈচিত্রে ভিন্ন আমেজ তৈরি করেছে ‘পাগল মন’।  

মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইমন ও অমিত হাসানসহ অনেকে। ঈদে সিনেমাটি শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

**‘পাগল মন’ গান-ভিডিও

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মে ৩১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।