ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদে আসছে ‘মানি হানি’, ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৩, মে ৩০, ২০১৯
ঈদে আসছে ‘মানি হানি’, ট্রেলার প্রকাশ ‘মানি হানি’র একটি দৃশ্য

৩২ বছর বয়সী শহুরে যুবক শাহরিয়ার কবির। কাজ করেন শেয়ার বাজার নিয়ে। জুয়া, পার্টি, নারী ও মদে পূর্ণ তার জীবন। কথার যাদুতে শাহরিয়ার সহজেই যে কোনো নারীকে প্রেমের ফাঁদে ফেলতে পারেন।

তার সবকিছু ঠিকভাবেই চলছিল, যতক্ষণ না শেয়ার বাজারে বিশাল এক বিপর্যয় নেমে আসে! এতে হঠাৎ তার জীবনের হিসাব-নিকাশ উল্টে যায়!

এমনই গল্প নিয়ে ওয়েব ধারাবাহিক ‘মানি হানি’ নির্মাণ করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজটি ঈদ উপলক্ষে মুক্তি পাবে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘মানি হানি’র দেড় মিনিটের ট্রেলার। এর সংলাপের মাধ্যমে উঠে এসেছে ব্যাংক ডাকাতি ও তার পরের ঘটনা। এতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান, লুৎফর রহমান জর্জ, সুমন আনোয়ার, অভিনেত্রী নিশাত প্রিয়ম, নাজিবা বাশার প্রমুখ।  

হইচই অরিজিনাল ‘মানি হানি’ ঈদুল ফিতর উপলক্ষে ৫ মে থেকে স্ট্রিম করা হবে।  
*‘মানি হানি’র ট্রেলার

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ২৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।