ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

প্রথমবার রোহিত শেঠির সিনেমায় সালমান খান?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৬, মে ২৯, ২০১৯
প্রথমবার রোহিত শেঠির সিনেমায় সালমান খান? সালমান খান ও রোহিত শেঠি

প্রায় তিন দশক ধরে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। এদিকে এক দশকেরও বেশি সময় ধরে সিনেমা নির্মাণ করছেন রোহিত শেঠি। পর্দায় নিজস্ব ধারার সিনেমা তৈরি করে ব্যাপক সাফল্য পেয়েছেন তিনি।

সালমান ও রোহিত দু’জনই নিজ জায়গা থেকে সফল। কিন্তু এখন পর্যন্ত একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাদের।

তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, রোহিত শেঠির সিনেমায় নাকি সালমান খান অভিনয় করতে যাচ্ছেন। আর এ নিয়ে এক সাক্ষাৎকারে সরাসরি কথা বলেছেন বলিউড ‘ভাইজান’।

সালমান খান বলেন, ‘এটা গুজব হবে কেন? রোহিত ও আমি একসাথে কাজ করার বিষয় কথা বলেছি। কিন্তু এখনো কিছু চূড়ান্ত হয়নি। যদি আমাদের আলোচনা বাস্তবায়িত হয়, তাহলে সেটা আপনারা জানতে পারবেন। ’

বর্তমানে সালমান খান আসন্ন ঈদুল ফিতরে মুক্তি প্রতীক্ষিত তার সিনেমা ‘ভারত’র প্রমোশন নিয়ে ব্যস্ত আছেন। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এদিকে অক্ষয় কুমারকে নিয়ে ‘সূর্যবংশী’ সিনেমার কাজ শুরু করেছেন রোহিত শেঠি।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মে ২৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।