ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে ‘চলবে লড়াই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৪, মে ২৮, ২০১৯
বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে ‘চলবে লড়াই’ শূন্য ব্যান্ডর সদস্যরা

দুই দিন পরই শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। এবার অন্যতম ফেভারিট দল হিসেবেই বাংলাদেশ অংশ নিচ্ছে ক্রিকেটের এই মহাযজ্ঞে।

বিশ্বকাপে বাংলাদেশ দলকে সমর্থন ও উৎসাহ দিতে শূন্য ব্যান্ড প্রকাশ করেছে ‘চলবে লড়াই’ শিরোনামের নতুন গান ও ভিডিও। তানভীর চৌধুরীর কথায় ও শাকের রাজার সঙ্গীতায়োজন এ গানটিতে ব্যান্ড শূন্যর সঙ্গে কণ্ঠে মিলিয়েছেন ইমরুল করিম এমিল।

 

গানটির কথার সাথে মিল রেখে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে বাংলাদেশের মনোরম সব লোকেশনে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ক্রিকেট প্রেমীদের উদ্যম ও উন্মাদনা এবং অগ্রগতি-সম্ভাবনার দৃশ্য এতে তুলে ধরা হয়েছে।  

ভিডিও নির্দেশনা দিয়েছেন জহিরুল হাসান বাঁধন। এরই মধ্যে গান ও ভিডিওটি শ্রোতামহলে সাড়া ফেলেছে।  

এদিকে কিছুদিন আগে বিশ্বকাপ নিয়ে নতুন গান ‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’ প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সঙ্গীতশিল্পী পূজা ও ঐশ্বর্য্য। এই গানটিও সবার নজর কেড়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মে ২৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।