ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

‘মিতিন মাসি’ হচ্ছেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৮, মে ২৮, ২০১৯
‘মিতিন মাসি’ হচ্ছেন কোয়েল মল্লিক কোয়েল মল্লিক

সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্টি নারী গোয়েন্দা চরিত্র মিতিন মাসি। এবার এই চরিত্রটি নিয়ে সিনেমা নির্মাণ করছেন কলকাতার পরিচালক অরিন্দম শীল। আর ‘মিতিন মাসি’ হয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

মিতিন মাসি’র আসল নাম প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায়। তার কাজে ধরা পড়ে নারীর ক্ষমতায়নের বিষয়টি।

সে রূপেই দেখা যাবে ‘পাগলু’খ্যাত এই অভিনেত্রীকে।

সিনেমাটি সম্পর্কে পশ্চিমবঙ্গের একটি পত্রিকায় অরিন্দম শীল বলেন, ‘আমার ওপর যখন এ রকম বিশেষণ আরোপ হয়েছে যে, আমি গোয়েন্দা ছাড়া আর কিছু করতে পারি না, তা হলে মহিলা গোয়েন্দাই বা বাদ যায় কেন? আর ‘মিতিন মাসি’র চরিত্র নিয়ে কাজ করবো গত এক বছর ধরে ভেবেছি।  

ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে কোয়েল ছাড়াও আরও অভিনয় করবেন বিনয় পাঠক, শুভ্রজিত্ দত্ত, অরুণিমা ঘোষ, অনির্বাণ চক্রবর্তী, রিয়া বণিক প্রমুখ। জুলাই মাসে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। মুক্তি পাবে চলতি বছর দুর্গা পূজায়।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মে ২৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।